ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে বিশ্ব শিক্ষখ দিবসের সমাবেশে সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১০-০৭ ০৯:২০:৫৫
বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে শিক্ষক - কর্মচারী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। শিক্ষক সমিতি, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আবু এহিয়া কুসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমেরুল মোমেনিন মোমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রধান, শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, শিক্ষক সমিতি’র পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আখতারুজ্জামান মোমিনী প্রমুখ। মত বিনিময় সভায় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্মার্ট ও সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে। এজন্য দরকার শিক্ষার বহুমুখী স্মার্ট প্রশিক্ষন। শেখ হাসিনার সরকার এ বিষয়ে পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে জাতীয়করনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকার নির্বাচনের পর পর্যায়ক্রমে এসব কর্মসূচী নিশ্চিত বাস্তবায়ন করবে। সকল শিক্ষকদের মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলেন তাই করেন। কোন ব্যত্যয় ঘটনাননা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী