ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
তিস্তায় ভেসে এলো অজ্ঞাত দুই যুবকের মরদেহ
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২৩-১০-০৬ ০৮:০৬:৪৯
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে একই স্থান থেকে আরো এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মরদেহ দু'টি সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারনা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ওই মরদেহ ভেসে এসেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার তিস্তা নদীতে মাছ ধরতে যান। পরে সন্ধ্যায় এক যুবকের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে রাতেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একই এলাকায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দু'জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে তিস্তা নদী তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই স্থান থেকে আজ শুক্রবার সকালে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা ভারতের নাগরিক। মরদেহ পানির স্রোতে ভেসে এসেছে। স্থানীয় জনগণ মাছ ধরতে গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী