বিশ্ব হাসি দিবস-২০২৩: হাসি মানুষকে আনন্দিত ও উজ্জীবিত করে তোলেঃ আল-আমিন শাওন
- প্রেস বিজ্ঞপ্তিঃ
-
২০২৩-১০-০৫ ১০:৫৩:৫৩
- Print
বিশ্ব হাসি দিবস-২০২৩, শুক্রবার (৬ অক্টোবর)। বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ’ দিবস পালিত হয়। এমন অনেক দিবস রয়েছে যার কথা সাধারণ মানুষ জানে না। হাসি দিবসও তেমন। ১৯৯৯ সাল থেকে “অক্টোবর মাসের প্রথম শুক্রবার” পালিত হয় হাসি দিবস। ১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা 'স্মাইলি' হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে। তার চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবারটি “ওয়ার্ল্ড স্মাইল ডে” হিসেবে পালিত হচ্ছে। মুম্বাইয়ের চিকিৎসক ডাক্তার মদন কাটরা বিশ্ব জুড়ে হাসির ব্যায়ামের প্রতিষ্ঠাতা। বর্তমানে ১০৫ টিরও বেশি দেশে অসংখ্য হাসির ক্লাব আছে।
এছাড়াও ২০১৮ সালে বাংলাদেশে হাস্য উজ্জ্বল ফোরাম (হাইফো) নামে একটি হাসি’র সংগঠন গঠন করা হয়। হাউফো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন, সাংবাদিক মো: আল-আমিন শাওন এলএল.বি। আরও জানাগেছে, ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস ধারণা অনুসারে, একজন মানুষের মুখের অভিব্যক্তি তার আবেগকে প্রভাবিত করতে পারে। বিশ্ব হাসি দিবসের উদ্দেশ্য হল হাসির মাধ্যমে সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বিশ্বজনীন সচেতনতা সৃষ্টি করা। এই দিবসটি সাধারণত জনস্থানে হাসার উদ্দেশ্যে মানুষ একত্রিত হয়ে পালন করে।
বর্তমানে প্রায় গোটা বিশ্বে এই দিবস পালন করা হয়। আর হাউফোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আল-আমিন শাওন এর মতে হাসি সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সৃষ্টি করে। হাসি মানুষকে আনন্দিত ও উজ্জীবিত করে তোলে। হাসির মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, হাসি ফুটুক সবার মুখে; বিশ্ববাসী থাকবে সুখে। কাউকে অতিক্রম করতে চাইনা; ব্যতিক্রম হতে চাই। সঙ্গে থাকুন; থাকবো আজীবন। এছাড়াও তিনি আহবান জানিয়ে বলেন, সদা হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল থাকার প্রত্যাশাকারী এবং আনন্দের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত ও অন্যের উপকারে আগ্রহী ব্যক্তিরা হাউফো'র সদস্য হতে পারবেন।--মোঃ আল-আমিন শাওন (এলএল.বি), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হাউফো।