ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
৬লাখ ৪০ হাজার পশুকে দেয়া হচ্ছে পিপিআর রোগের টিকা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১০-০৪ ০৮:৩৮:০৪
নীলফামারীর ডিমলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গণটিকা কর্মসুচি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় ও নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় বক্তব্য দেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, জেলার ছয় উপজেলার ৬লাখ ৪০হাজার গবাদী পশুকে এই টিকা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ