ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ডোমারে শুরু হলো ছিন্নমুলদের প্রতিভা অন্বেষণ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১০-০২ ০৩:২৮:২৮
নীলফামারীর ডোমারে ছিন্নমুল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে শুরু হয়েছে সঙ্গিত প্রতিযোগীতা। ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ শিল্পি ৫০ হাজার, দ্বিতীয় জনে ২৫হাজার এবং তৃতীয় জন পাবেন দশ হাজার টাকা। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর উদ্যোগে এই অন্বেষণ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এবং উদ্বোধক হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ডোমারের সাংস্কৃতিক অঙ্গণকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে অনুপ্রানিত হবেন অনেকে। তিনি বলেন, প্রথম রাউন্ডে ১০৬জন ইয়েস কার্ড পেয়েছেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত