ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব সমাবেশ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-১০-০১ ১১:০৫:৩৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শেখ হাসিনার উন্নয়ন-সাফল্য প্রচার ও আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে যুব সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।যুব সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েল।গেস্ট অফ অনার ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বানু লাভলী । যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হুমায়ুন কবির সহ আওয়ামী লীগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ,ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যুব সমাবেশে উপস্থিত ছিলেন। এর আগে যুব সমাবেশের শুরুতেই বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে এসে সমবেত হোন ৷ যুব সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র , এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, সারাদেশে মডেল মসজিদ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়সহ সরকারের অভাবনীয় উন্নয়ন তুলে ধরেন বক্তারা।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা