ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রবীণদের সুরক্ষায় সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে-অতিরিক্ত জেলা প্রশাসক
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১০-০১ ১১:০১:০১
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবীণ হিতৈষি সংঘ জেলা শাখার আয়োজনে। রবিবার দুপুরে জেলা শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান। সংগঠনের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ওয়ারেছ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান বলেন, প্রবীণদের সুরক্ষায় সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে। বয়ষ্ক ভাতা দিচ্ছে, অসহায়দের জন্য প্রবীণ নিবাস করেছে এছাড়া স্বাস্থ্য সেবাসহ নানা সুযোগ সুবিধা করে দিয়েছে কারণ শেষ বয়সে এসে যেন একজন প্রবীণ হতাশ না হন। বাংলাদেশ প্রবীণ হিতৈষি সংঘ জেলা শাখার আহবায়ক আমিনুর রহমান জানান, ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গিকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা : প্রজন্ম থেকে দায়বদ্ধতা’ প্রতিপাদ্যে এবারের প্রবীণ দিবস পালিত হচ্ছে।
সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ