ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ফরিদপুর পৌর আ.লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৯-২৭ ০৯:৩৩:৩৪

ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বহাল থাকা অবস্থায় নতুন আহ্বায়ক মনোনয়ন এবং তিনজন যুগ্ম আহবায়ককে পদায়নের  প্রতিবাদে  ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে শহরের আলিপুরের গোলপুকুর ড্রিমের সামনে থেকে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মুজিব সড়ক হয়ে মিছিল ফরিদপুর প্রেসক্লাবে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। এরপর সংবাদ সম্মেলন করেন তারা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন  পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিকভাবে  ফরিদপুর পৌর আওয়ামী লীগের একটি আহবায়ক কমিটির খবর ছড়িয়ে পড়ে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে সেখানে নতুন আহ্বায়ক মনোনয়ন এবং তিনজন যুগ্ম আহবায়ককে পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ   অগঠণতান্ত্রিক। একটি আহ্বায়ক কমিটি বহাল থাকাবস্থায় এভাবে আরেকটি কমিটি প্রকাশ অগণতান্ত্রিক।

তারা বলেন, আমরা রাজনীতি করি,সরকারি চাকরি করিনা। কিন্তু ওই চিঠি দেখে মনে হয়,তারা কোন দপ্তরের কর্মীদের বদলি করছেন।  নেতৃবৃন্দ বলেন, ওই চিঠিতে বলা হয় কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ পদায়ন এবং নতুন আহ্বায়ক মনোনয়ন যা আদৌ সত্য নয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বশেষ বৈঠকে এমন কোন সিদ্ধান্ত হয়নি। বরং দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের পূর্বে কোন কমিটি ভাঙ্গা ও নতুন কমিটি গঠন করতে নিষেধ করে দিয়েছেন। আমরা অবিলম্বে এই আহ্বায়ক মনোনয়ন ও পদায়নের দাবী জানাছি।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগর যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কানু, ওহিদুর রহমান সহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
কুমিল্লায় প্রতারক তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী সহ অনেকে
সর্বশেষ সংবাদ