দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের সোনা পট্টিতে বিজয় কুমার রায়ের স্বর্নের দোকানে এক সংঘবদ্ধ দল ১০ লাখ টাকা চাঁাদার দাবিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং শহরের স্বর্ন পট্টীতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস), পার্বতীপুর শাখার নেতৃত্বে সর্বস্তরের দোকানদার ও ব্যবসায়ীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন।
অভিযোগে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার সময় জনৈক গোলাম মোস্তফা অজ্ঞাতনামা আরও ৪/৫জন যুবকদের নিয়ে স্বর্ন ব্যবসায়ী বিজয় কুমার রায়ের স্বর্নের দোকানে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। বিজয় কুমার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গোলাম মোস্তফা ও তার সংঘবদ্ধ দল তাকে ব্যাপক মারপিট ও দোকানের আসবাবপত্রে ব্যাপক ভাংচুর চালায়। এসময় বিজয় কুমারের আর্ত চিৎকারে অন্যান্য দোকানদারগন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইন্চার্জ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ হামলা ও চাঁদা দাবির ঘটনায় এজাহার দায়ের করা হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত সকল প্রক্রিয়া শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত গোলাম মোস্তফার সাথে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার ভাষ্য নেয়া সম্ভব হয়নি।