ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
শুধু কি ছয়, তারা দেড় বছড়ে ৪৮টি গরু চুরি করেছে!
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৯-২৭ ০৯:২৮:০৩

নীলফামারীর জলঢাকায় গরু চুরির মামলায় পেশাদার পাঁচ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 
গ্রেফতার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, ছাদেকুল ইসলাম, উমর ফারুক, আব্দুর রাজ্জাক ও শংকর চন্দ্র রায়। তারা জলঢাকা উপজেলার বাসিন্দা। 

জলঢাকা থানা সুত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম বটতলী এলাকার কমলকান্তি রায়ের ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় মামলা করেন ওই ব্যক্তি। 

মামলার সুত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে জলঢাকা থানা পুলিশ।
 
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুক্তারুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে আসামীরা কমল কান্তির গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। 

সুপারি চুরি দিয়ে পেশাগত ভাবে চুরি জীবন শুরু করলেও পরবর্তিতে ছাগল ও গরু চুরিতে জড়ান তারা। 
ওসি জানান, চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, শুধু ছয়টি নয় তারা  গেল দেড় বছরে ৪৮টি গরু চুরি করেছে। 
এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম জানান, এই চোর চক্রের কেউ গরু চুরি করে নির্জন স্থানে অপেক্ষা করতো আর কেউ মিনি ট্রাক নিয়ে এসে গরুগুলো নিয়ে যেতো। চুরি করা গরু বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা।
 
পুলিশ সুপার জানান, গ্রেফতার চোরেরা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। 

চুরির ঘটনায় ব্যবহার হওয়া ট্রাক ও আরো কারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ