ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আওয়ামীলীগ মানুষের কল্যানে রাজনীতি করে-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৯-২৭ ০৯:০৪:১৪

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, আওয়ামীলীগ টানা ক্ষমতায় রয়েছে বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দল মত নির্বিশেষে সব মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে চলেছেন। 
তিনি বুধবার সকালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

শহিদ আলী হোসেন সড়কে অবস্থিত সংসদ সদস্যের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, নীলফামারী সাধারণ গ্রন্থগারের সাধারণ সম্পাদক সারওয়ার মানিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যে কোন দুর্যোগ হলে আওয়ামীলীগ নেতা কর্মীরা ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাড়ায়, অন্যকোন দলের নেতা কর্মীদের খুজেঁও পাওয়া যায় না। কারণ আওয়ামীলীগ মানুষের কল্যানে রাজনীতি করে।
 
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, অনুষ্ঠানে ৯১জনের মাঝে ১৮২ বান্ডিল ঢেউটিন ও ৫লাখ ৪৬হাজার টাকা বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার করে টাকা বিতরণ করা হয়। 

পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৯০জনের মাঝে অগভীর নলক‚প বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর উপ-সহকারী প্রকৌশলী তুষার কান্তি রায় বক্তব্য দেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা