ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
লালমোহনে প্রধানমন্ত্রী প্রদত্ত সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৯-২৬ ০৫:৪৯:৫৯

লালমোহনে প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার)  সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইসতিহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতিটা ক্ষেত্রে রক্ষা করেছেন। ক্ষমতায় আসার পর থেকেই তিনি পিছিয়ে পরা জনপদকে উন্নয়নের জনপদে রুপান্তরিত করেছেন।করোনা,আইলা, আম্পান,সহ সকল দূর্যোগের সময় সাধারন মানুষকে সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জীবন মান উন্নয়নের জনগনরর নিরাপত্তায় কাজ করে চলেছেন। 

আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রহীন মানুষকে আশ্রয়ের ব্যাবস্থা করেছেন। প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন।তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করবেন।আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা সর্ব্বোচ ভোটের মাধ্যমে বিজয়ী করলে লালমোহন তজুমুদ্দিনকে স্মার্ট করে গড়ে তুলবো। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে লালমোহন সজিব ওয়াজেদ ডিজিটাল পার্কে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান( বিপিএম), লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ  গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম,লালমোহন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া,লালমোহন পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল,জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি)  ইমরান মাহমুদ ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, শিক্ষকবৃন্দ,জনপ্রতিনিধি স্থানীয় কয়েক হাজার মানুষ ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত