ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ প্
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-০৯-২৬ ০৫:৪৮:৩৮

পটুয়াখালী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সহযোগিতায়  ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার  সকাল ১০ থেকে ১১.৩০টা  পর্যন্ত  পটুয়াখালী জেলা প্রশাসক এর দরবার হলে পরিবহন শ্রমিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।  উক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মো. নূর কুতুবুল আলম , জেলা প্রশাসক, পটুয়াখালী (তার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক  শেখ আব্দুল্লাহ সাদীদ,শিক্ষার্থীদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে সভাপতিত্ব ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় সহকারী পরিচালক,  কাজী সাইফুদ্দীন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে  মুহাম্মদ বেল্লাল জেলা কার্যালয় সহকারী পরিচালক,  টিআই.পটুয়াখালী ও ডাঃ মোঃ রেজাঊর রহমান (কনসালটেন্ট, ইএনটি), সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে শ্রমিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী