ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৯-২৬ ০৫:৪৬:৩৫

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। 

নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতির নীলফামারী জেলা শাখা। 

সমিতির জেলা শাখার সভাপতি ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ও সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ। 

এতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্যাডারের জন্য সুপার নিউমারারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশনা দিলেও আজো তা বাস্তবায়িত হয়নি। 

শুধু যে ক্যাডার বৈষম্য তা নয় অনেকগুলো দাবী বাস্তবায়ন নিয়ে কাজ করছে সমিতি।
 
সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, দাবী বাস্তবায়নে আগামী ২অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে এরমধ্যে দাবী বাস্তবায়নে কোন অগ্রগতি দৃশ্যমান না হলে ১০-১২অক্টোবর টানা তিনদিন কর্মবিরতি পালন করা হবে। 
সমিতির জেলা শাখার সভাপতি ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ সারাদেশে এই কর্মসুচি পালন করা হচ্ছে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যৌক্তিক দাবীগুলো মেনে নিয়ে শিক্ষা ক্যাডারকে সমৃদ্ধ করবেন। 

সম্মেলনে সমিতির সহ-সভাপতি ও নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাহবুব উর রহমান ভুইয়া এবং নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলফামারী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ও নীলফামারী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান এবং সমিতির নীলফামারী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম ও সমিতির জেলা ইউনিটের প্রচার প্রকাশনা সম্পাদক ও নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সোহানা জামান উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী