ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির সম
  • শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরা
  • ২০২৩-০৯-২৪ ১০:১১:৪১

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪শে  সেপ্টেম্বর) বিকাল চারটায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের আমতলাস্থ নিরিবিলি  কমিউনিটি সেন্টারে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে    বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভূট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম ছিদ্দিক, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া,জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা মঞ্জরুল হুদা,খোরশেদ আলম ডালিম, বুলু প্রমুখ। এমসয় জেলা, উপজেলাসহ  ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা