ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দাম বেশি নিলে এলপিজির লাইসেন্স বাতিল -জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-০৯-২৪ ০৯:৪৭:৫৯

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)-এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর রবিবার ‘হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি উপরোক্ত কথা বলেন। 

তিনি বলেন, ‘যেখানেই খোঁজ নিচ্ছি এলপিজি গ্যাসের দাম দুই-এক’শ টাকা বেশি পাচ্ছি। যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে। এখন থেকে নজরদারি বাড়ানো হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিলারশিপ নিয়োগের ক্ষেত্রে আমদানিকারকদের নজরদারি থাকা দরকার। ডিলারের উপ-ডিলার, তারপর খুচরা বিক্রেতা এভাবে কয়েকহাত ঘুরে দাম বেড়ে যাচ্ছে। বিইআরসি নজরদারি করছে, অপারেটরদেরও দায়িত্ব নিতে হবে। দরকার পড়লে, লাইসেন্স বাতিলের ব্যবস্থা থাকতে পারে।’

বিইআরসির চেয়ারম্যান মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব মোঃ নুরুল আলম ও স্বাগত বক্তব্য প্রদান করেন কমিশনের মাননীয় সদস্য (গ্যাস) ড. মোঃ হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কমিশনের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, কমিশনের  সদস্য (বিদ্যুৎ) আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, কমিশনের মাননীয় সদস্য (পেট্রোলিয়াম) মোঃ কামরুজ্জামান, পেট্টোবাংলার চেয়ারম্যান  জনেন্দ্র নাথ সরকার এবং কমিশনের সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খানসহ প্রমুখ।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ হেলালী, সাবেক অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক, কেমিকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অব.) সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; মুঃ দাউদুর রহমান, হেড অফ হেলথ, সেফটি, এনভায়ারমেন্ট এন্ড কোয়ালিটি, ওমেরা পেট্টোলিয়াম লি:; ইঞ্জিনিয়ার মোঃ জাকারিয়া জালাল, হেড অফ স্ট্র্যাটেজি প্ল্যানিং এন্ড পিআর, বসুন্ধরা এলপি গ্যাস লি:; ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অপারেশন) জেএমআই এলপিজি গ্যাস লি:। প্রবন্ধে এলপিজি ব্যবহারের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি ও তার প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

কর্মশালায় আলোচকবৃন্দ এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহারের বিষয়ে পুস্তিকা/নির্দেশিকা প্রণয়নের আহবান জানান এবং গৃহস্হালী পর্যায়েও এলপিজি‘র নিরাপদ ব্যবহারের বিষয়ে যথোপযুক্ত প্রশিক্ষণ আয়োজনের জন্যও গুরুত্ব আরোপ করেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা