ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুমকীতে দূর্ণীতি তদন্তে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের লূথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শন
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-০৯-২৪ ০৮:৪৩:১০

পটুয়াখালীর দুমকীতে  এনজিও ব্যুর‍ো পরিচালিত লূথার‍্যান হেলথ কেয়ার বাংলাদেশ( মাও শিশু হাপাতাল) এর বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতি বিষয়ে বিদ্যমান সমস্যা  তদন্তে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান  লুথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শণ করেছেন। 

শনিবার সকাল সাড়ে ১০ টায় লুথার‍্যান হেলথ কেয়ার সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও কর্মকর্তা- কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায়  লুথার‍্যান হেলথ কেয়ারের প্রধান নির্বাহী  গ্রেনার মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক গ্রেড-১ শেখ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,পরিচালনা  বোর্ড  সদস্য রেভা: এন্ড্রু বিশ্বাস, উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রীরাপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ সভাপতি নাসির উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, দুমকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমূখ।

উল্লেখ্য  দীর্ঘদিন ধরে লুথার‍্যান  হেলথ কেয়ার হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির বিষয় নিয়ে কর্মচারীরা প্রতিবাদ করায় তৎকালীন  পরিচালক ডেভিড ঘোষ  কর্মচারীদের বেতন বন্ধ ও চাকুরীচ্যুত করেন। এ নিয়ে কর্মকর্তা - কর্মচারীদের মধ্যে বিরোধ চরম আকার ধারন করে। বেতনভাতা চালু ও চাকুরীচ্যুতদের চাকরীতে  বহালের দাবিতে  গত ২৪এপ্রিল থেকে ১৫মে পর্যন্ত কর্মচারীরা মানববন্ধন ও লাগাতার কর্মবিরতি পালন করে আসছিলো যা দৈনিক সংবাদ, মাতৃভূমির খবর সহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল।   বিদ্যমান সমস্যা সমাধানে মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে পরিচালিত দুমকীর  লুথার‍্যান হেলথ কেয়ার বাংলাদেশ এর বিভিন্ন সময় কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির  বিষয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ , জনপ্রতিনিধি, গনমাধ্যম, মানবাধিকার  কর্মী,কর্মকর্তা-কর্মচারীদের কথা  শুনেন এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন  বলে জানিয়েছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী