ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
খুনি জেনারেল জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবী জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মে
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৯-২৪ ০৮:৪২:০৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছেন জিয়াউর রহমান,  ও খালেদা জিয়া,তারেক রহমান।  জিয়ার প্রত্যক্ষ মদদে পঁচাত্তরের পর দেশে নির্বিচারে হত্যাকারীদের বিচারে আলাদা কমিশন গঠন করা হবে। এরপর খুনিদের মরণোত্তর বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবেই জাতি দায়মুক্ত হবে।

শনিবার (২৩ সেপ্টম্বর)  সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর তো কারও মানবতা দেখিনি। অথচ তখন দায়মুক্তির আইন করে খুনিদের ছেড়ে দেওয়া হয়েছে। জাতির পিতাকে হত্যা করে তার বিচার চাওয়া যাবে না। এমন আইন করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে গুমের রাজনীতি শুরু করেছিল। তারা সেনা ও বিমানবাহিনীর সদস্যদের বিনাবিচারে হত্যা করেছিল। জুনে ফাঁসি দেওয়া হয়েছে, অথচ রায় হয়েছে ডিসেম্বরে। এমন ঘটনাও ঘটেছে। 
মন্ত্রী আরও বলেন, ‘মায়ের কান্না’র অভিযোগের দালিলিক প্রমাণ রয়েছে। কমিশন গঠন করে খুনী জিয়ার মরন্নোত্তর ,খুনী খালেদা ও তারেক রহমানের বিচারের প্রক্রিয়া চলছে। আইন মন্ত্রী সেই প্রক্রিয়া শুরু করেছেন।'

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদেদর হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, 'খুনের রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান তার পথ ধারে খালেদা জিয়া ও তারেক রহমান দেশে  খুন ,অগ্নি সন্ত্রাস , অরাজকতা সৃষ্টি চালিয়ে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালিয়েছে।'

জাতীয় সংসদ এলাকা থেকে জিয়ার কবর অন্যত্র  সরানোর দাবী জানিয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপি  বলেন অগ্নি সন্ত্রাস হত্যা,মানুষ পুড়িয়ে হত্যার দায়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় আনার দাবী জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপি। বক্তব্য রাখেন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম, আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, ফুয়াদ চৌধুরী গণ ফাসী ৭৭ প্রামান্যচিত্র নির্মাতা সহ অন্যরা । এছাড়াও ভুক্তভোগীদের সন্তান , মাতা, পিতা এবং ভুক্তভোগীগণ উপস্থিত ছিলেন। তারা তাদের উপলব্ধি উল্লেখ করেন। এসময় অনুষ্ঠানে সবার চোখে অশ্রু ঝরে।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ