ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৯-২৪ ০৮:২৬:২৮

ঝিনাইদহে চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর হামলার প্রতিবাদ ও বাকী আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি স্বপন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ কর্মসুচি সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক রাজিব হাসান।

বক্তারা, সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলাকারী বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় বখাটে বিপ্লব, ফিরোজসহ অন্যান্যরা। এ ঘটনায় বিপ্লবকে আটক করা হলেও বাকী আসামীরা এখনও আটক হয়নি।

দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীতে দুটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগকে আলোচনা  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ