ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কক্সবাজার জেলায় শিশু সুরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমাজসেবা অধিদপ্তরের মতবিনিময় সভা
  • প্রেস বিজ্ঞপ্তি
  • ২০২৩-০৯-২১ ০৭:১৮:৫২
২১ সেপ্টেম্বর ২০২৩ কক্সবাজার জেলায় জেলা সমাজসেবা অধিদপ্তর শিশু সুরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ এর সভাপতিত্বে সহকারি পরিচালক মোঃ সফি উদ্দিন এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপপরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের প্রতিনিধি, সেভ দ্য চিল্ড্রেন এর শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিভাগের পরিচালক  ও কক্সবাজার জেলায় শিশু সুরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট ২১ টি সংস্থার প্রতিনিধিগণ। এই মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা কক্সবাজার জেলায় বাস্তবায়িত শিশু সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের প্রভাব সম্পর্কে আলোচনা করেন।  
 
মতবিনিময় সভায় কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ বলেন, কক্সবাজার জেলার শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে বেসরকারি সংস্থাসমূহের শিশু সুরক্ষা বিয়য়ক অংশগ্রহণ এবং এর প্রভাব প্রত্যক্ষ করতে পেরে আমি আনন্দিত।  সহায়তা এবং অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করলে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ শিশু সুরক্ষার ক্ষেত্রে আরো দৃঢ় ভুমিকা রাখতে সক্ষম হবে এবং সেবার ক্ষেত্রে পুনরাবৃত্তি দূরীভূত করা সম্ভব হবে।
 
কক্সবাজার জেলায় শিশু সুরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধিগণ এই মতবিনিময় সভা আয়োজনের জন্য এবং কক্সবাজারের শিশু সুরক্ষা খাতে অবদান রাখার জন্য সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানান। সেভ দ্য চিল্ড্রেন এর সেক্টর ডিরেক্টর (শিশু সুরক্ষা ও শিশু অধিকার) আবদুল্লা আল মামুন বলেন, প্রতিটি শিশু যাতে মানসম্মত জীবন যাপনের সুযোগ পায় বিশেষ করে যারা সবচেয়ে বঞ্চিত ও প্রান্তিক তা নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
 
সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ সমন্বিত ও কাঠামোবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করলে শিশু সুরক্ষা ব্যবস্থা প্রত্যশিত পর্যায় পৌঁছাতে পারবে।
 
এই মতবিনিময় সভার সার্বিক সহযোগীতায় ছিল সেভ দ্য চিল্ড্রেন। 
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী