ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জলঢাকায় কিশোর-কিশোরীদের পুষ্টির মানোন্নয়নে বার্ষিক প্রচারণা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৯-২১ ০৬:২১:১৭

কিশোর-কিশোরীদের পুষ্টির মানোন্নয়নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় বার্ষিক প্রচারণা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
 
মীরগঞ্জ ইউনিয়নের ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদরাসা মাঠে এই কর্মসুচির আয়োজন করে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প। 

প্রধান অতিথি হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সংবাদ উপস্থাপক শারমীন লীনা বক্তব্য দেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির ও প্লান ইন্টারন্যাশনালের উত্তরাঞ্চলীয় প্রধান আশিক বিল্লাহ বক্তব্য দেন অন্যান্যের মধ্যে। 

ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাস্টার্স মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. আক্তারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। 
ক্যাম্পেইনে তিনটি স্টলে সবজি বাগান, কিশোর-কিশোরী কর্ণার, কুকিং ডেমো প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠান শেষে নারী ফুটবল দল, বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে  ক্রেষ্ট, মেডেল, বই ও ট্রপি  তুলে দেন অতিথিগন। 

জলঢাকা উপজেলার ৪৬টি প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন।
 
প্রসঙ্গত ইউরোপিয়ান ইউনিয়য়ন ও অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় এবং ইএসডিও’র জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প রংপুর ও নীলফামারী জেলার সাতটি উপজেলায় পুষ্টির মানোন্নয়ন নিয়ে কাজ করছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী