ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
তারুন্যের রোডমার্চ, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ স্থানে বিএনপি'র নেতাকর্মীদের সমাবেশ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৩-০৯-২১ ০১:৫৭:২১

ভৈরব থেকে সিলেট অভিমুখী তারুন্যের রোডমার্চকে স্বাগত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে  জড়ো হয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে আসেন। 

বিশ্বরোডে হোটেল লালসালুর সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন বলে জেলা বিএনপি নেতারা জানান। কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার জাহিদুল ইসলাম, হাবিব উন নবী সোহেল, মোস্তাক মিয়া, শরীফুল আলম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তবে সকাল ১০ টায় বিশ্বরোডে রোডমার্চের বহর পৌছার কথা থাকলেও বেলা প্রায় ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে পৌছাননি।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া মোড়,চান্দুরা এবং সাতবর্গ বাসষ্ট্যান্ডে রোডমার্চের সমাবেশ হবে। 

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা