ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
তাড়াশে নামজারিতে অতিরিক্ত টাকা নেন উপ- সহকারী ভূমি কর্মকর্তা ফিরোজ
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-০৯-২০ ০৯:৪৯:৪৫

সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে গোন্তা ভূমি অফিসে জমির খারিজ বা নামজারি করতে সরকার  নির্ধারিত ফি ১১৭০ টাকা। অথচ নামজারি করতে গুনতে হয় ৩ থেকে ৬ হাজার  টাকা নেন উপ- সহকারী ভূমি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান । তাই ভোগান্তিতে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোন্তা ভূমি অফিসের  কার্যক্রম। কারণ এই ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী ভূমি কর্মকর্তা  ফিরোজ আহম্মেদ খান নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত  টাকা নেন। 

দায়িত্ব থাকা  উপ- সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদক জিজ্ঞাসা করলে তিনি বলেন, আব্দুল আজিজ অফিসের কোন কর্মচারী  নন। তিনি দীর্ঘদিন ধরে এই অফিসে কাজ করছেন। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আজিজ প্রায় ১০ বছর ধরে এই অফিসে অবৈধ ভাবে কাজ করছেন । ভূমি সহকারী  ফিরোজের যোগসাজশে সেবা নিতে আসা জনসাধারণের নিকট হতে খারিজ ও খাজনা বাবদ অতিরিক্ত অর্থ নিয়ে থাকেন। নামজারি করতে আসা লোকমান জানান, আমার কাছে থেকে খারিজের জন্য  ৬ হাজার  টাকা  চেয়েছেন। মোঃ আবু হানিফ জানান,আমার খালা বুলুন খাতুন খারিজের জন্য  ৩ হাজার  টাকা নায়েবকে দিয়েছে। 

এ বিষয়ে উপ- সহকারী ভূমি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান নিকট জানতে চাইলে তিনি বলেন,  অতিরিক্ত টাকা যে নেওয়া হয় না। সে কথা অস্বীকার করবো না।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি  সরেজমিনে গিয়ে দেখি। আমি একটু খোঁজ নেই। বিষয়টি দেখবো।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী