নরসিংদী পলাশ উপজেলা পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ, রোববার রাতে পলাশ থানার এস আই মোঃ নাইমুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে পলাশ উপজেলার বালুরচর পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন। আসামি পলাশ বালুরচর পাড়া এলাকার আশরাফ উদ্দিন এর ছেলে, এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, আসামি বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আসামী নিজ বাড়িতে মাদক বিক্রি করবে তখন আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তিনি আরও বলেন, পলাশে সব সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং চলছে, মাদক কারবারি কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পলাশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।