ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে নির্মানাধীন সেফটি টাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-০৯-২০ ০৮:৫৫:০৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া  এলাকার বুধবার বিকেলে নির্মাণাধীন সেফটি টাংকি পরিষ্কার করতে গিয়ে মাহাবুব ও শাহিন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো এক শ্রমিক।

নিহত হলেন,কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার রশিদ মিয়ার ছেলে শাহীন আলম অপরজন হলেন একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব আহত হলেন, শফিপুর পূর্বপাড়া এলাকার মুনার বাড়ির ভাটিয়া মহসিন।
 
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে যায়,  উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় বুধবার দুপুরে শামসুল আলমের ছয়তলা  নির্মানাধীন ভবনের  সেফটি ট্যাংকির সাটারিংয়ের বাশ খুলতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।প্রথমে এক জন শ্রমিক ভিতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন।  পরে ওই শ্রমিক কে বাঁচাতে গেলে অপর শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন পরে আরো একজন শ্রমিক তাদের বাঁচাতে গেলে সেও অজ্ঞান হয়ে যান । পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস  দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।

এ সময় আরও একজন শ্রমিককে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান নির্মাণাধীন টাংকির সেন্টারের বাশ খুলতে গিয়ে দুই শ্রমিকের  লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজন আহত হয়েছেন তাকে কে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত