ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শহর পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন সরবরাহ করছে ‘নীলফামারী পৌরসভা’
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৯-২০ ০৩:৪৬:৫৬

‘স্মার্ট শহর’ গড়তে কাজ শুরু করেছে নীলফামারী পৌরসভা। এরই অংশ হিসেবে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা এবং শহর পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন সরবরাহ শুরু হয়েছে পৌরসভার উদ্যোগে।
 
প্রথম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে দুই প্রকারের ডাষ্টবিন। 

গতকাল শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ এবং নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ডাষ্টবিন সরবরাহ কর্মসুচির উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
 
এ পৌরসভার সচিব মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক ও নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভুষন চক্রবর্তি উপস্থিত ছিলেন। 

পৌরসভার প্রকৌশল শাখা সুত্র জানিয়েছে, পচনশীল বর্জ্য এবং পয়ঃবর্জ্য সংগ্রহ করে শোধন করার কাজ শুরু হয়েছে স্যানিটারী ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারে। 

যারই অংশ হিসেবে পচনশীল বর্জ্য সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হচ্ছে  ছোট বড় ডাষ্টবিন। এসব ডাষ্টবিনের আবর্জনা পৌরকর্তৃপক্ষ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে স্যানিটারী ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারে। 

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, এটি প্রশংনীয় উদ্যোগ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এ রকম ডাষ্টবিন কেনার সক্ষমতা নেই। পৌরসভা এগিয়ে আসায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
ডাষ্টবিনগুলোর ফলে শিক্ষা প্রতিষ্ঠান যেমন পরিচ্ছন্ন থাকতে তেমনি শহরও পরিচ্ছন্ন থাকবে। এছাড়া শিক্ষার্থীদের মনে বিশেষ একটি বার্তা পৌঁছানো হলো এর মধ্য দিয়ে। 

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, প্রথম পর্যায়ে শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় ৩ হাজার ছোট ও ৫’শ বড় ডাষ্টবিন সরবরাহ করা হচ্ছে। 

এছাড়া বাসা বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানেও সরবরাহের লক্ষ্য রয়েছে পৌরসভার যা পর্যায়ক্রমে করা হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত