ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
আশুগঞ্জে গ্রাম-পুলিশদের নিয়ে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী সাইকেল দৌড় প্রতিযোগিতা
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৩-০৯-১৮ ১২:২৫:৪১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের অংশগ্রহণে বাই-সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষ্যে এই আয়োজন।

প্রতিযোগিতায় অংশ নেয় ২৩ জন গ্রাম-পুলিশ। আজ(১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক।প্রতিযোগিতায় ২৩ জন গ্রাম-পুলিশদের মধ্যে ৩জন বিজয়ী হয়েছে। এদের মধ্যে প্রথম হয়েছে শরীফপুর ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ ইয়াছিন,দ্বিতীয় হয়েছে চরচারতলা ইউনিয়ন পরিষদের সালমান শাহ্ ও সদর ইউনিয়ন পরিষদের মোস্তাকিন হোসেন রিপন।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক জানান,এই সাইকেল দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের কাজের মনোবল বৃদ্ধি পাবে।এবং তাঁরা উৎসাহিত হবে।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ