ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে শেষ হলো ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৯-১৮ ১২:১৭:১৭

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানে নীলফামারীতে ১৫দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। 

গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান। সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ৬১টি স্টলের মধ্যে সেরা পাঁচটি স্টলকে সম্মাননা প্রদান করা হয়। 

নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম জানান, সেরা স্টল হিসেবে এ আর মামুন নার্সারী নির্বাচিত হয়। এছাড়া দ্বিতীয় সেরা হিসেবে দুটি এবং তৃতীয় সেরা হিসেবে ২টি স্টলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত