ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ভাষ্কর্য প্রদর্শনীতে ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৯-১৭ ১০:১৩:১২
নীলফামারীতে আখতার আহমেদ রাশা’র দু’দিন ব্যাপী একক ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে রবিবার থেকে। শিল্পকলা অডিটোরিয়ামে এর আয়োজন করেছে নীলফামারী সাধারণ গ্রন্থাগার। সকালে মোমবাতি প্রজ্জলন করে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নীলফামারী সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি মজিবুল হাসান চৌধুরীর শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-সচিব আমিনুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন। লেখক ও কথা সাহিত্যিক রাজা শহিদুল আসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভাষ্কর্য শিল্পি আখতার আহমেদ রাশা ও তার পতœী মেরিস্টেলা শ্যামলী আহমেদ বক্তব্য দেন। উদ্বোধন শেষে প্রদর্শণী পরিদর্শণ করেন অতিথিগণ। শিল্পি আখতার আহমেদ রাশা বলেন, আমার জন্মস্থান নীলফামারীতে। এ কারণে প্রদর্শণীর নামকরণ করা হয়েছে ‘আপন ঠিকানায়’। এরআগে ঢাকা ছাড়াও আমেরিকায় একক ভাস্কর্য প্রদর্শিত হয়। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন বিদেশি বন্ধু, বাংলার লোক সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ছাড়াও নীলফামারীর কৃতি সন্তানদের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। নীলফামারী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সারওয়ার মানিক বলেন, মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্য ছাড়াও লোক সংস্কৃতির ইতিহাস লালন করে। এই ভাস্কর্য দেখে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা চেতনাকে লালন পালনে উদ্বুদ্ধ হবে। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বিশেষ করে নীলফামারীবাসীর জন্য বিশেষ গুরুত্ববহন করে। শিল্পি রাশা যে দৃষ্টান্ত রেখে গেলেন তা এই এলাকার মানুষদের জন্য বিশেষ বার্তা বহন করবে। সরকারী ভাবে এই রকম আয়োজন করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেবে জেলা প্রশাসন। আয়োজক কর্তৃপক্ষ বলছে রবিবার ও সোমবার (১৭ ও ১ সেপ্টেম্বর) সকাল এগারটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শণী। প্রদর্শণীতে আসা সঙ্গিত শিল্পি রতনা চৌধুরী বলেন, ঢাকা বা বড় বড় শহরগুলো ছাড়া সচরাচর এমন আয়োজন চোখে পড়ে না আমাদের এদিকে। নীলফামারীতে তো হয়নি। আমি কৃতজ্ঞতা জানাই গ্রন্থাগার কর্তৃৃপক্ষকে এমন একটি আয়োজনের উদ্যোগ নেয়ায়। তিনি বলেন, এখান থেকে অনেক শেখার রয়েছে ও জানার রয়েছে। এখান থেকে অনেকে অনুপ্রানিত হবেন আবার অনেকের মাঝে আগ্রহও তৈরি হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী