ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও উপকরণ বিতরণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-০৯-১৩ ১১:১৮:৩৬

ঠাকুরগাঁওয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র, নগদ অর্থ  ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পিকেএসএফ এর আওতায় পাথওয়েজও টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় ইএসডিও'র আয়োজনে ইকো ইনস্টিটিউট  অফ টেকনোলজী কতৃক পরিচালিত মোবাইল ফোন সার্ভিসিং এর প্রথম ব্যাচের  প্রশিক্ষণার্থীদের মাঝে  নগদ ৩ হাজার টাকা, একটি করে টুল বক্স ও সনদ পত্র বিতরণ করা হয়।

ইএসডিও'র প্রধান কার্যালয়ের সেমিনার হলরুমে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও'র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ  ড. সেলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপব্যবস্থাপক কার্যক্রম মো: আলাউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও'র ডিপিসি আইনুল হক, ইএসডিও'র এপিসি প্রবীর কুমার গুপ্ত সহ ইআইটি'র প্রতিনিধি এবং প্রসপারিটি প্রকল্পের উন্নয়ন কর্মীবৃন্দ।

উল্লেখ্য যে জেলার পিছিয়ে পড়া ১৫ জন শিক্ষার্থী  তিন মাস আবাসিক প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষ করেই চাকরি পেয়েছে ১০ জন শিক্ষার্থী। এবং ৫ জন শিক্ষার্থী নিজেই মোবাইল সার্ভিসিং এর দোকান দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত