ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিশ্বে আরও চার হাজার মৃত্যু, শনাক্ত দুই লাখের বেশি
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-১৭ ০২:৩৩:২৬

বিশ্বজুড়ে একদিনে আরও প্রায় সাড়ে চার হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। এখন পর্যন্ত মহামারিতে মোট প্রাণহানি প্রায় সাত লাখ ৭৩ হাজার। আক্রান্ত সোয়া দুই কোটি।

দিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। ৯৬১ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ৫১ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ হাজার রোগী শনাক্ত হলো দেশটিতে। রোববার দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৫ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণহানি দাঁড়ালো প্রায় ৫৭ হাজারে।

তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে প্রাণহানি ও সংক্রমণ। ২৪ ঘন্টায় প্রায় পাঁচশো মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। আর ব্রাজিলে প্রাণ গেছে ৫৮২ জনের।

ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২