দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া কয়লা খনি শাখার উদ্যোগে হামিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এক ব্যতিক্রমী নারী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ইউনিয়নের ধুলাউদাল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়। ৯টি ওয়ার্ডের প্রতিটি থেকে স্বতস্ফুর্তভাবে মহিলা কর্মীরা এ কর্মী সভায় যোগদান করে। দলীয় মহিলা কর্মী ছাড়াও সভাটিতে অংশ গ্রহন করেন বড়পুকুরিয়া কয়লা খনির সহ¯্রাধিক শ্রমিকের স্ত্রী ও সন্তানেরা। ব্যাপক সমাগম হওয়ায় বিদ্যালয় মাঠটিতে তিল ধারনের জায়গা ছিলনা।
কর্মী সভাটি সন্ধা ৭টা পর্যন্ত চলে। এমন স্বতস্ফুর্ত মহিলা সমাবেশ ইতিপূর্বে উপজেলার কোথাও হয়নি বলে অনুষ্ঠানের প্রধান অতিথি নিজেই বিস্মিত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাষ্টার, জাতীয় শ্রমিক লীগের বড় পুকুরিয়া কয়লা খনি শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম, জামিল হোসেন, সভাপতি জাহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।