ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আখাউড়ার প্রবীণ সাংবাদিক ইউসুফ সারোয়ারের ইন্তেকাল
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৩-০৯-১১ ০১:৫০:৪০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীন সাংবাদিক  মোঃ ইউসুফ সারোয়ার (৭৩) আর নেই। সোমবার ভোর  সাড়ে ৫ টায় পৌরশহরের রাধানগরস্থ  নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ ৪ দশকের সাংবাদিকতা জীবনে ইউসুফ সারোয়ার দৈনিক ইনকিলাব, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলার আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া মাসিক আখাউড়া সংবাদ এর সম্পাদক ছিলেন।

এদিকে, সাংবাদিকতার পাশাপাশি  ইউসুফ সারোয়ার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি  আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও  তিনি সাধারণ বীমা কর্পোরেশনের আখাউড়া অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন শেষে  কয়েক বছর আগে চাকুরী থেকে অবসরে যান।

এদিকে সাংবাদিক ইউসুফ সারোয়ারের মৃত্যুতে আখাউড়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক নেতাকে হারিয়ে শোকাভিভূত হয়ে পড়েছেন সাংবাদিকরা।

সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ছুটে যান আত্মীয় স্বজন,  বন্ধু- শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী  ও সাংবাদিক সমাজ।
 
নিহতের একমাত্র ছেলে সাংবাদিক ফজলে রাব্বি জানান, আজ সোমবার বেলা ২ টায় তার পৈতৃক ভিটা শহরের নারায়ণপুরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে  মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। ফজলে রাব্বি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আখাউড়া প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  কাজী হান্নান খাদেম বলেন, আমার  সাংবাদিকতা জীবনের দীর্ঘদিনের একজন অভিভাবককে হারালাম।  আমি গভীরভাবে শোকাহত। দোয়াকরি আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী