ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৯-০৯ ০৮:৪৯:২৯
পরিবর্তনশীল ও শান্তিপুর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে নীলফামারীতে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু করে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক বিনোদা রানী রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আখতারুল ইসলাম ও নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভুষণ বক্তব্য দেন। শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসুচিতে অংশ নেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত