ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৯-০৭ ১১:৩৭:৪০
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বৃহষ্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ নৌকা বাইচ উপভোগ করতে নদীর দু পাড়ে জড়ো হয় লখো মানুষ । জেলা প্রশাসনের আয়োজনে তিতাস নদীর শিমরাইলকান্দির গাঁও গেরাম পয়েন্ট হতে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত এই প্রতিযোগীতায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার ১৫ টি নৌকা । জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যন আল মামুন সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী ১ম স্থান অর্জনকারী নবীনগর উপজেলা ,২য় স্থান অর্জনকারী সরাইল ও ,৩য় স্থান অর্জনকারী আশুগঞ্জ দলকে নগদ টাকা ও ক্রেষ্ট ছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি নৌকাকে নগদ অর্থ প্রদান করেন।
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ