ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সাতক্ষীরার আশাশুনিতে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত, মা গুরুতর আহত
  • শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ
  • ২০২৩-০৯-০৭ ১১:৩৬:২৯
সাতক্ষীরার আশাশুনিতে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) মারা গেছেন। আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। বৃহস্পতিবার দুপুরে আশাশুনির শ্রীউলা এলাকার কেরানীর মোড়ে এ ঘটনা ঘটে। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করেছে। আটককৃত বাস চালক নিজাম মণ্ডল সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা। আর সুব্রত সরকার বাপ্পি আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, সুব্রত সরকার বাপ্পী তার ছেলে ও স্ত্রীকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয়েছেন মা শ্যামলী সরকার। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী