ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
মোগাদিশুর হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৭
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-১৭ ০২:১১:২৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি বহুতল হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।

রোববার মোগাদিশুর লিডো বিচ এলাকার ‘এলিট হোটেলে’ জঙ্গিরা হামলা চালায়। হোটেলটিতে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। খবর আল জাজিরার

পুলিশ অফিসার আহমেদ বাশান রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মচারী, তিনজন হোটেল সিকিউরিটি গার্ড, চারজন বেসামরিক ব্যক্তি এবং তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।  হামলাকারীরা হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলি করা শুরু করে।  গাড়িটি হোটেলের দেয়ালে বিস্ফোরিত হয়। এর পরপরই জঙ্গিরা হোটেলটিতে ঢুকে পড়ে।

সরকারের মুখপাত্র ইসমাইল মুখতার ওমর ডিপিএ বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামলাকারী ৪ জনই পুলিশের গুলিতে মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, হোটেলটি থেকে এখন পর্যন্ত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।

লিডো সমুদ্রসৈকতের পাশে এই ‘এলিট হোটেলে’ সোমালিয়ার পার্লামেন্ট সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াত ছিল। এছাড়া বিদেশিরাও এই হোটেলে থাকতেন। 

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ