ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বনার্ঢ্য শোভাযাত্রা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৯-০৬ ০৬:২৪:৪৬

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, প্রার্থণা ও বনার্ঢ্য শোভাযাত্রা হয়েছে। 

শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায় বাদল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু খোকা রাম ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় বক্তব্য দেন।

শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অক্ষ্ময় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নীলফামারীর সুপারভাইজার অনুপ কুমার। 

জেলা প্রশাসনের সহযোগীতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে কর্মসুচিতে সহযোগীতা করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী