ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে নানান আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু:
  • ২০২৩-০৯-০৬ ০৪:৩৩:১২

বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ১৪৩০ বঙ্গব্দ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটার সময় হিন্দু সমাজ গৃহ, সেন্টার পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি শ্রী স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ  হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল আহসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ এর সদস্য শ্রী সন্তোষ কুমার দাস, হিন্দু সমাজ গৃহ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস মুখার্জি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শ্রী উৎসব মুখর রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশাল এক রেলী শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী