ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্বাচিপ নীলফামারীতে সভাপতি ডা. মিন্টু ও সাধারণ সম্পাদক ডা. শাহিন নির্বাচিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৯-০৬ ০৪:৩০:৫২

স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) নীলফামারী জেলা কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে ডা. মমতাজুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন নির্বাচিত হয়েছেন।
 
গতকাল সন্ধ্যায় ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলন শেষে আংশিক জেলা কমিটির নেতাদের নাম প্রকাশ করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মো. কামরুল হাসান মিলন। 

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য দেন। 

স্বাচিপ জেলা কমিটির সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন।
 
কমিটিতে রয়েছেন সহ-সভাপতি হিসেবে ডা. আব্দুল মজিদ ও ডা. আনোয়ারুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. হাসান হাবিবুর রহমান ও ডা. দিলিপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. কৌশিক রায়, দপ্তর সম্পাদক হিসেবে ডা. মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে ডা. নিহার রঞ্জন চৌধুরী নয়ন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে ডা. মোবাশি^রা ইসলাম হৃদিতা, সমাজ কল্যান সম্পাদক হিসেবে ডা. তাওহিদা নাসরিন, প্রচার সম্পাদক হিসেবে ডা. ইমরান কবির, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে ডা. আফতাবুজ্জামান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ডা. অমল কুমার এবং সদস্য হিসেবে ডা. রবিউল ইসলাম শাহ, ডা. আবু আল হাজ্জাজ, ডা. শরিফুল ইসলাম, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. সোহরাব হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. মাসুদ রানা, ডা. মনিরুজ্জামান রুকু, ডা. মো. মেজবাহ ও ডা. রাজু আহমেদ। 

স্বাচিপ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন জানান, দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী