ঢাকা বুধবার, মে ১, ২০২৪
সাতক্ষীরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা
  • শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ
  • ২০২৩-০৯-০৬ ০০:৫৮:৪৮
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সাতক্ষীরায় ৬ টি দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দিনভর সাতক্ষীরা শহরের পলাশপোল ও বড় বাজার, জেলা পরিষদ মোড় সহ পৌরসভার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ও ভোক্তা অধিকার সহকারী সাতক্ষীরা পরিচালক নাজমুল হাসান সহ পুলিশ প্রসাশন সহযোগিতায় অভিযান করা হয়। জানা গেছে, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ১২৮৪ টাকা। তবে খুচরা পর্যায়ে দোকানদার ১৭০০ টাকা প্রতি সিলিন্ডারে ৪১৬ টাকা বেশি দামে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বসুন্ধরা গ্যাসের পরিবেশক মোহাম্মদীয়া ট্রেডাস স্বত্বাধিকারীকে ৫০০০ হাজার, দে ট্রেডাস স্বত্বাধিকারীকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও চার খুচরা দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার গনমাধ‍্যম কর্মীদের বলেন, জরিমানা করে দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ