মনোমুগ্ধকর আবৃত্তি আর বিশিষ্টজনদের কথামালায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগওে আত্মপ্রকাশ করেছে ‘নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র’ নামে নতুন একটি আবৃত্তি সংগঠন। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে প্রাণবন্ত এক অনুষ্ঠানে নতুন এ সংগঠনের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমš^য় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাচিকশিল্পী মো. মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শুভেন্দু চক্রবর্ত্তী শুভ এতে স্বাগত বক্তব্য রাখেন।
শি¶ক ও বাচিকশিল্পী স্বরূপ সাহার সঞ্চালনায় মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবু কামাল খন্দকার,মহিলা কলেজের প্রাক্তন অধ্য¶ কান্তি কুমার ভট্টাচার্য্য,বিশিষ্ট লেখক ও নাট্যকার কামরুল হুদা পথিক,উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,উপজেলা সিপিবি সভাপতি মো. ইসহাক, সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতিসেবী গৌরাঙ্গ দেবনাথ অপু, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, নবীনগর প্রেসক্লবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,চেনায় একাত্তর আবৃত্তি সংগঠন পরিচালক জালাল হোসাইন শাফিন, ব্রাহ্মণবাড়িয়া সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, বাচিকশিল্পী মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে 'মানুষ মহীয়ান’ শীর্ষক এক মনোজ্ঞ বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীবৃন্দ। একক আবৃত্তি করেন গৌরাঙ্গ দেবনাথ অপু,জালাল হোসাইন সাফিন,রেজা এ রাব্বী,তাসফিয়া ইসলাম প্রমি,ফারদিয়া আশরাফি নাওমী,ফাহিমা সুলতানা, ইভা আহমেদ, ফারিহা আহমেদ, শাহাব উদ্দিন, মৌমিতা দেবনাথ, আব্দুর রাহিম, দেবলিনা স্নেহা, সূর্য দেবনাথ, নওসিন রামিছা, আদিল, নূরে নুজাত মৌমি।
সঙ্গীতশিল্পী অজয় মুখার্জির নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নবগঠিত নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের. আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।