ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির মারা গেছেন
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৮-৩১ ০৫:৪৫:৫৪

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন (৫৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বৃহস্পতিবার(৩১ আগষ্ট)  সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।  দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফেসর আব্দুস সামাদ আজাদ জানান, কয়েক দিন ধরে জহির উদ্দিন অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু জানান, জহির উদ্দিন শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রফেসর জহির উদ্দিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি খানসামায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ