ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৮-৩১ ০২:১৬:২৭

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার নিয়ে মৌন মিছিল করেছে ভোলা জেলা বিএনপি।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস‘ উপলক্ষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করা হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ বক্তারা  বলেন, বাংলাদেশে গুমের শিকার সবচেয়ে বেশি বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা। বাংলাদেশের সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই গুম করে থাকে। আমাদের ভোলা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা গুম হয়েছে, তাদের দ্রুত ফেরত দেওয়ার দাবি জানাই।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আব্দুর রব আকন, মফিজুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, লুকু চৌধুরী প্রমুখ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত