দিনাজপুর পার্বতীপুরের হামিদপুর ইউনিয়ন পরিষদের ত্রানের চাল চুরির অপরাধে ইউপি সদস্য জিল্লুর রহমান(৫১)সহ ভ্যানচালক আতিয়ার রহমান(৪০) কে আসামী করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুরে দিনাজপুর দুর্নীতি দুমন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ১/২০২৩ ।
পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান একই ইউনিয়নের পাটিকাঘাট গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। ভ্যান চালক আতিয়ার রহমান একই গ্রামের আবেদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় গত ১৫ এপ্রিল ২০২৩ দিনগত রাত ১১ টা ৪০ মিনিটে সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য জিল্লুর রহমান ও ভ্যানচালক আতিয়ার রহমান সহ আরো ৪/৫ জনের সহায়তায় প্রতারণার আশ্রয়ে পরস্পর যোগ সাজোষে ৮ বস্তা চাল ও ছয়টি চটের বস্তা প্রতিটি নিট ওজন ৩০ কেজি এবং দুটি প্লাস্টিকের সাদা বস্তায় যার ওজন ৪৩ কেজি ও অপর বস্তার ওজন ৪৭ কেজি । ত্রানের চাল সর্বমোট ২৭০ কেজি যার বাজার মূল্য ১৩,হাজার ৫০০ টাকা ।
যাহা ইউপি সদস্য জিল্লুর রহমানের বসতবাড়ি তল্লাশি করে তার বসতবাড়ির উত্তর ভিটা দক্ষিণ দুয়ারী আদাপাকা টিনশেটের শয়ন ঘরের খাটের নিচে হতে ৮ বস্তা চাল উদ্ধার করা হয় । যা বস্তার গায়ে লেখা ছিল (শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ) খাদ্য অধিদপ্তর মনোগ্রাম সহ নিট ওজন ৩০ কেজি সহ আরো কিছু লেখা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য জিল্লুর রহমান ২৭০ কেজি চাল চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দী প্রদান করেন । পরে অত্র এলাকার চেয়ারম্যান রেজওয়ানুল হক এর উপস্থিতিতে উক্ত ত্রাণের চাল জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে রাখা হয়।
দিনাজপুর দুর্নীতি দমন কমিশন জেলা কাযালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন ত্রানের চাল চুরির ঘটনায় মামলা দায়ের করার সংবাদ সততা নিশ্চিত করে বলেন, দুদক বাদি হয়ে মামলা দায়ের করা করেছে। এই মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।