গাজীপুরে সাত মাসের শিশু রিয়াদ হোসেন রোহান অপহরনের দশ ঘন্টার মধ্যে উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
২৮ আগষ্ট দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান এসব তথ্য জানান।
তিনি আরো জানান,গতকাল দুপুর ২টায় সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকা থেকে হাবিবা আক্তার ৯৯৯ কলের মাধ্যমে পুলিশকে জানায় তার ৭ মাসে ছেলে রিয়াদ হোসেন তার নিজ বাড়ি থেকে কে বা কাহারা অপহরণ করে নিয়ে যায়।
এরপর শিশুটি উদ্ধারে অভিযানে জিএমপি পুলিশ মাঠে নামে তখন রিয়াদ হোসেনের মা হাবিবা আক্তার কে জিজ্ঞাসাবাদে জানায় তার স্বামীর আপন চাচাতো ভাই এর স্ত্রী জাকিরা সুলতানা জান্নাত মাঝে মধ্যেই কোলে নিত।
তখন পুলিশ সুলতানা জান্নাত কে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি প্রথমে অস্বীকার করে।
একপর্যায়ে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে জাকিয়া সুলতানা জান্নাত অপহরণের কথা স্বীকার করে। শিশুটি কে তার বোন রাকিবা আক্তার আখির সাথে বগুড়ায় পাঠিয়েছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানায় অভিযান চালিয়ে অপহরণের ১০ ঘন্টার মধ্যে ৭ মাসের শিশু রিয়াদ হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছেন।