ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে এলপিজি পরিবেশক সমিতির ১১সদস্যের কমিটি গঠন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-২৬ ০৬:১৪:৩৯

নীলফামারীতে লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবেশক এ্যাসোসিয়েশনের ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার দুপুরে নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে জেলার এলপিজি পরিবেশকদের নিয়ে সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু। কমিটিতে মঞ্জুরুল আলম সিয়ামকে সভাপতি ও আকতার হোসেন  স্বপনকে সাধারণ নির্বাচিত করা হয়।

এছাড়া আফতাব আলমকে সিনিয়র সহ-সভাপতি ও হামিমুর রহমানকে সহ-সভাপতি, মোহাম্মদ আসিফকে সহ-সাধারণ সম্পাদক, করিম ইসলাম সজলকে সাংগঠনিক সম্পাদক, ভোলা নাথ বুলুকে কোষাধ্যক্ষ, ইকবাল খানকে দফতর ও প্রচার এবং মলয় সরকার, প্রবীন সিংহানীয়া ও আল রায়হানকে কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। 

নব নির্বাচিত সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম বলেন, তিন সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে এই সংগঠনে। এরমধ্যে সফিকুল আলম ডাবলু, সিদ্দিকুল আলম ও আতাউর রহমান মিল্টন রয়েছেন। 

আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী