জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গাছের চারা বিতরণ করা হয়েছে জেলা তাঁতীলীগের উদ্যোগে।
শনিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়স্থ দলীয় কার্যালয়ে কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক ও মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বক্তব্য দেন।
জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামিল আহমেদ।
পরে দলীয় নেতা কর্মী এবং পথচারীসহ বিভিন্ন জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলায় পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে বিতরণের মধ্য দিয়ে এই শুরু হলো।