পার্বতীপুরের সর্বত্রই শোক দিবস পালনে ব্যাপক কর্ম তৎপরতা
- মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
-
২০২৩-০৮-১৬ ১০:৩২:৪২
- Print
ব্যাপক ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পার্বতীপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করে।
এছাড়াও হামিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক অঙ্গনেও শোক দিবস পালনের ব্যাপক কর্ম তৎপরতা দেখা যায়। বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা খনি শ্রমিক সাইফুল ইসলামের সার্বিক সহায়তায় জাতীয় শ্রমিক লীগ কয়লা খনি মোড় ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ ১০টি স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা দিনব্যাপী মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এসব কর্মসূচীর স্থানসমুহ পরিদর্শনে ছিলেন এই উদীয়মান শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মাস্টার, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, জাহিদুল ইসলাম রতন, সামসুজ্জোহা মন্ডল, জামিল হোসেন, মাহাবুব আলম, সাঈদ প্রমুখ।