ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ‘বাল্য বিয়ে মুক্ত ওয়ার্ড’ ঘোষণা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৮-১৬ ১০:২৯:৪৫
নীলফামারী পৌরসভার তিন নং ওয়ার্ডকে ‘বাল্য বিয়ে মুক্ত ওয়ার্ড’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম আয়োজিত শহরের সরকারপাড়া হাড়োয়া মিশনে এই ঘোষণা দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পৌরসভার তিন নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রতনা রানী রায় বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থার সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, আজ আমরা যে প্রতিজ্ঞা করলাম, সেটির যাতে বিচ্যুতি না ঘটে সেজন্য সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কারণ বাল্য বিয়ের কারণে একজন মেয়ে বা ছেলের জীবনের অপুরণীয় ক্ষতি হয়ে থাকে। আয়োজক সংস্থা জানায়, গেল এক বছরে ৩নং ওয়ার্ডে একটি শিশুও বাল্য বিয়ে বা শিশু বিয়ের শিকার হয়নি। এরপেছনে জনপ্রতিনিধি, সুশিল সমাজ, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম বলেন, ২০২৫সালের মধ্যে নীলফামারী শহরকে আমরা বাল্য বিয়ে মুক্ত হিসেবে ঘোষণা দিতে চাই এবং সে হিসেবে কাজ করছি আমরা। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে পলাশবাড়ি, খোকশাবাড়ি ও টুপামারী ইউনিয়নকেও বাল্য বিয়ে হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী